মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক টম লাথাম।
নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করতে নামেন রাচীন রবিন্দ্র ও ফিন অ্যালেন। শুরুতেই বোলিং করতে আসেন স্পিনার নাসুম আহমেদ।
নাসুমের পঞ্চম বলে শর্ট ফাইন লেগে মোহাম্মদ সাইফউদ্দীনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রবীন্দ্র। কোনো রানই করতে পারেননি তিনি।
নাসুমের বলে এক্সট্রা বাউন্স ছিল সে তুলে মারতে গিয়ে সাইফউদ্দীনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন বিধ্বংসী অ্যালেন। ৮ বলে ১২ রান করেছেন তিনি।
টম লাথাম ও ইয়াংয়ের ৩৫ রানের জুটি ভাঙলেন শেখ মেহেদী। মেহেদীর বল ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন লাথাম। কিন্তু বলের লাইন মিস করে স্টাপড হয়ে যান তিনি। ২৬ বলে ২১ রান করেন তিনি।
বল করতে এসেই টানা দুই বলে উইকেট তুলে নেন নাসুম।
১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫২ রান করেছে সফরকারীরা।
সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইনের জায়গায় দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, ব্লেয়ার টিকনার।